ফেসবুকে খবর প্রকাশকদের এখন থেকে আর অর্থ দেবে না
ব্যবহারকারীদের নিউজ ফিডে খবরের প্রকাশকদের এখন থেকে আর অর্থ দেবে না ফেসবুক। নিউজ ট্যাব ফিচারটিও শিগগিরই বন্ধ করছে মেটা। আগামী এপ্রিল মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফেসবুকের মূল সংস্থা মেটার তরফ থেকে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।